শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মদীনা ও তাইওয়ানে ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মদিনাতে ২.৫ মাত্রার ভূমিকম্প অনুভব হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে এই ভূমিকম্পন হয়। খবর  আরব নিউজ-এর।

মদিনা শহরের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মদিনা শহরের ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে মাটির ৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সূত্রপাত ঘটে।
মদিনা শহরের সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল খালেদ আল-জোহানি বলেন, প্রায় ৩ টার দিকে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে,  তাইওয়ানের রাজধানী তাইপেতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে। স্থানীয় সময় দুপুর ১টা ৫৯ মিনিটে এটি আঘাত হেনেছে। তবে তাৎক্ষনিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তাওইউয়ান, হুয়ালিয়েন, তাইচুং, সেন্ট্রাল হিসইনচু ও কিলাং শহরেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যম তাইওয়ান নিউজ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পার্বত্য অঞ্চল বেইতু থেকে কয়েক মাইল দূরে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৮৬ মাইল গভীরে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ