শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


অন্ধ এবং বধির লোকগুলো বাঁকা পথে ক্ষমতায় যেতে চায়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক শ্রেণির লোক আছে যারা অন্ধ এবং বধির। এরা কেবল নির্বাচন এলেই সক্রিয় হয়ে ওঠে এবং বাঁকা পথে  ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে’।

প্রধানমন্ত্রী বলেন, ‘এরা দেশের কোনো উন্নয়ন চোখে দেখে না, কানেও শোনে না’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আরেকটি কথা আমি বলতে চাই, যখন একটি গণতান্ত্রিক ধারা চলতে থাকে, তখন তাদের কিছুই ভালো লাগে না। যখন উন্নয়নের পথে দেশ এগিয়ে যায়, তারা উন্নয়ন চোখে দেখে না। এমনকি কানেও শোনে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এরা চক্ষু থাকতেও অন্ধ আর কান থাকতেও বধির। তাদের মাথার মধ্যে একটা জিনিসই থাকে। সেটা হলো ক্ষমতা।

দেশে কখনো কোনো অস্বাভাবিক (অগণতান্ত্রিক) সরকার যদি আসে, অসাংবিধানিক সরকার যদি আসে বা মার্শাল ল’ বা জরুরি অবস্থা যখন দেশে বলবৎ হয় তারা তখন নিজেদের গুরুত্ব বাড়ে বলে মনে করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘কারণ তাদের ক্ষমতায় যাবার যেমন ইচ্ছে আছে, তেমনি পতাকা পাবারও ইচ্ছে আছে। কিন্তু সেই ইচ্ছে পূরণের সামর্থ্য নেই। কারণ ভোটে নির্বাচিত হয়ে আসার যোগ্যতা তাদের নেই। তাই বক্রপথে ক্ষমতায় যাবার পথ খুঁজে বেড়ায় তারা।

আর তাদের এই ক্ষমতায় যাবার অলি-গলি খোঁজার সময় যতই উন্নয়ন করা হোক না কেন, এই উন্নয়ন তারা চোখেই দেখতে পায় না।’

শেখ হাসিনা বলেন, ‘তারাও গবেষণা করে। যদিও এই গবেষণার টাকা কোথা থেকে আসে আমি জানি না। যখন বিশ্ববাসীও বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে তখন তারা বলে, এটা হয়নি, ওটা হয়নি। এটা আরেকটু হলে ভালো হতো।’

২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই চক্রটি বেশ খোশ মেজাজে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা তখন উৎফুল্ল ছিলেন, দল গঠন করবেন, ক্ষমতায় যাবেন, ক্ষমতার মসনদে বসবেন। কিন্তু তা হয়নি।

নির্বাচন হলো আর আমরা ক্ষমতায় চলে আসলাম। এরপর ২০১৪ সালে চেষ্টা করা হলো নির্বাচন বানচাল করে দিয়ে কোনো বক্রপথে ক্ষমতায় যাওয়া যায় কি না। জনগণের চাপে সেটা যখন হলো না, তখন অনেকেই বিছানায় শুয়ে পড়লেন।’

অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডেকান ইউনিভার্সিটির সেন্টার ফর হিউম্যান লিডারশিপ-২০১৭ মানবতার চ্যাম্পিয়ন হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রকাশ করেছে। সংসদ সদস্য ফখরুল ইমামের এমন তথ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আমি এটুকু বলতে চাই, কী পাইনি সে হিসাব মেলাতে মন মোর নহে রাজি।

কী পেলাম, কী পেলাম না সে হিসাব মেলাতে আমি আসিনি। দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি কাজ করি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ