শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আমরণ অনশনে অসুস্থ কুষ্টিয়ার শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি জাতীয় করণের দাবিতে অনশনরত এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই শিক্ষকের মৃত্যু হয়।

মৃত শিক্ষকের নাম আব্দুল মান্নান, তিনি নন-এমপিও কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, আব্দুল মান্নান প্রেসক্লাবে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরে  শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মারা যান।

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবিতে ৯ জানুয়ারি থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষরা প্রেসক্লাবে আমরণ অনশন করে আসছেন। নন-এমপিও মাদরাসা শিক্ষকরাও এতে অংশ নিয়েছেন। এর আগে তারা ৩১ ডিসেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন করেছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ