বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


‘বাংলা ভাষাকে যারা রক্ষা করেছেন তাদের শ্রদ্ধা জানাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  শুধু একুশে ফেব্রুয়ারি নয়, যারা আন্দোলন করে বাংলা ভাষাকে রক্ষা করেছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই। গর্বের বিষয় একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে।’

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি একথা বলেন।

গত ১৩ জানুয়ারি বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হন প্রণব। মঞ্চে আসীন হয়ে তিনি কৃতাঞ্জলিপুটে গ্রহণ করেন অভ্যাগতদের সংবর্ধনা।

তিনি বলেন, ‘আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই আমন্ত্রণ রাখতে পেরে গর্বিত ধন্য মনে করছি। হয়তো এরপরও আরও কিছু কাজকর্ম হবে, কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী মুখ্য অতিথি হিসেবে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। সবার ভালো হোক।’

নিজের বই পড়া এবং পড়ার আগ্রহের কথা উল্লেখ করে প্রণব মুখার্জি  বলেন, ‘যখন রাজধানী কলকাতা থেকে কার্যালয় দিল্লী স্থানান্তরিত হয়, সে সময়ের বহু কাগজ গভর্নর জেনারেলের অফিসে নেওয়া হয়। তার মধ্যে অনেক গোপন ও প্রাচীন উপাদানও রয়ে গেছে। সেগুলো পড়তে অন্তত তিনটি প্রেসিডেন্সিয়াল টার্ম লাগবে। তা তো হবার নয়, যতটা পারা যায়, পড়তে আরম্ভ করলাম। অনেক বই রাষ্ট্রপতি ভবনে।’

পাঠক হিসেবে এই সম্মেলনে যোগ দিতে পেরে নিজেকে ধন্য উল্লেখ করে প্রণব বলেন, ‘কিছুক্ষণ আগে সম্মেলনে গৃহীত ও আলোচিত বিষয়গুলোকে চয়ন করে দেখলাম, ঢাকা সংকল্প তৈরি হয়েছে। সঠিকভাবে বর্তমান বিশ্বের মূল্যায়ন হয়েছে সেখানে। শিল্পী, সাহিত্যিক, লেখক তারা অঙ্গীকার করেছেন- পৃথিবীর এই চেহারা পরিবর্তন করতে হবে, যে পৃথিবীতে মানুষ হিংস্রতার শিকার হচ্ছে কোনও কারণ ছাড়া।’

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আয়োজনে এই সাহিত্য সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার কথাও জানান সম্মেলনের সাবেক সভাপতি প্রণব।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ