বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


পোপ ফ্রান্সিসের সফর বাতিলের দাবিতে খ্রিস্টান চিলিতে ব্যাপক বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের সফর বাতিলের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে চিলিতে।

এ সময় বিক্ষোভকারীরা রাজধানী সান্টিয়াগোর বেশ কয়েকটি ক্যাথলিক গির্জা ভাঙচুর করেছে।

বিক্ষোভকারীরা চার্চ কর্তৃক যৌন নিপীড়ন বন্ধ করতে উদ্যোগ গ্রহণ করার পরিবর্তে যৌননিপীড়ককে বিশপ হিসেবে নিয়োগ দেয়ায় এ প্রতিবাদ করছে।

আগামী সপ্তাহে তার চিলি সফরের কথা রয়েছে।

পেট্রোল বোমা নিক্ষেপ করে কয়েকটি গির্জা পুড়িয়ে দেয়া হয়েছে।  বিক্ষোভকারীরা কয়েক অব্যবহৃত পেট্রোল বোম রেখে গেছে।  সাথে চিরকুটে লেখা পোপ চিলিতে আসলে এগুলো তার শরীরে নিক্ষেপ করা হবে।

এ ব্যাপারে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে দেশটির সরকার।  তবে এ পযন্ত কেউ গ্রেফতার হয় নি।  এ সহিংসতার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেল সহিংসতার ঘটনার নিন্দা করে বলেছেন, এটা চরমপন্থার শামিল।  গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে।  তবে তা শান্তিপূর্ণভাবে।

সূত্র : বিবিসি ও রয়টার্স


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ