শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সৌদি অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

কাতার তার বিরুদ্ধে অবরোধ আরোপকারী ৪ আরব েদেশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে।

গতকাল বুধবার কাতার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লুলা আল খাতের আরব গণমাধ্যমে এ হুমকি প্রদান করে।

গত বছরের জুন থেকে সৌদি আরব, মিশর, আরব আমিরাত ও বাহরাইন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে রেখেছে।

লুলা বলেছেন, আমরা অবরোধ প্রত্যাহারের জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিয়েছি।   সেটা সালিসি, আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ যে কোনো ব্যবস্থা হতে পারে।  সব রাস্তায় আমাদের সামনে খোলা আছে।

তিনি আরও বলেন, দোহা অবশ্যই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে যাবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও আশা করেন দূরত্ব কমিয়ে আনতে অবরোধ আরোপকারী দেশগুলো সংলাপ শুরু করবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ