শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে স্বাবলম্বী করতে ধনীদের আরও ধনী না করে তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়ন প্রয়োজন। এজন্য তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয়বারের মতো দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) এসব কথা বলেন।

২০২১ সালে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি দেশ হবে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিভিন্ন মেয়াদে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যেই তার সুফল পেতে শুরু করে দেশের মানুষ।

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’- স্লোগান নিয়ে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই মেলা চলবে শনিবার পর্যন্ত।রাজধানীতে মেলা হচ্ছে সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ