বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আমরা তাবলিগ জামাতের কল্যাণ চাই : মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আজ বৃহস্পতিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা সা’দের ইজতেমায় অংশ গ্রহণের বিরুদ্ধে তাবলিগ জামাতের একাংশ ও আলেমগণ বিক্ষোভ সমাবেশ করেছেন।

ওই সমাবেশে  তাবলিগ জামাতের একাংশ ও আলেমগণ দিল্লির মাওলানা সা’দ কান্ধলভিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

এর আগে দুপুর ১২টা থেকে সা’দ বিরোধীরা বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে শুরু করেন। সমাবেশে অংশ নেন কওমীপন্থী উলামা, ছাত্র জনতা ও তাবলিগ জামাতের একাংশ।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মাদপুরের শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেন, ‘মাওলানা সা’দ থাকলে কেউ ইজতেমায় অংশ নেবেন না। ইজতেমায় সা’দকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। ইজতেমাকে নিয়ে কোনও ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। আমরা এই মোবারক মেহনতের শুভাকাঙ্খি। আমরা তাবলিগ জামাতের কল্যাণ চাই।’

তাবলিগের জিম্মাদার মাওলানা লোকমান বলেন, ‘মাওলানা সা’দের উপস্থিতিতে কোনও ইজতেমা হবে না।’

তিনি আরও বলেন, ‘পুলিশ যদি আমাদের বাধা দেয়, তাহলে ঘরে ঘরে আগুন জ্বলবে। যদি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে তবে তার দায় দিল্লির সা’দকেই নিতে হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন ।’

আরটিভি

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ