শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

বিমানবন্দরে বিক্ষোভ সমাপ্ত; নতুন কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিমানবন্দর থেকে উবায়দুল্লাহ সাআদ: আছরের নামাজের মধ্য দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদ মাদরাসার মুহাতামিম ও তাবলীগের উপদেষ্টা সদস্য মাওলানা আবদুল কদ্দুস বলেন, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত পুরো মাদরাসার ছাত্র তাবলিগ জামাতের সাধারণ মুসুল্লিরা পাহাড়ায় থাকবেন যেন সাাদ সাহেব ইজতেমার ময়দানে না যেতে পারেন।

তিনি বলেন, বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত সীমানার জন্যে আমির নির্ধারণ করা হয়েছে টঙ্গী দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল করীমকে।

মহাখালী থেকে কাকরাল পর্যন্ত সমস্ত মাদরাসার ছাত্র ও তৌহিদি জনতাকে কাকরাইল অবস্থানের কথা বলা হয়েছে যার নেতৃত্ব দিবেন মাওলানা মাহফুজুল হক।

সকাল থেকে চলতে থাকা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দেন হাজার হাজার তাবলিগের সাথী, মাদরাসার শিক্ষার্থী ও উলামায়ে কেরাম।

বিক্ষোভে বক্তব্য দেন ঢাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

এর আগে বিকাল চারটার দিকে মাওলানা সাদ বিমানবন্দর থেকে কাকরাইল পৌঁছেন। তাকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মাধ্যমে কাকরাইল মসজিদে পৌঁছানো হয়।

জানা গেছে, সেখানে আলেমদের সঙ্গে তিনি বৈঠক করবেন।

উত্তরার বিক্ষোভে উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন তাবলিগের উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, জামিয়া নূরিয়ার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল করিম, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, বাবুস সালামের মুহতামিম মাওলানা আনিসুর রহমান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক শরীফ মুহাম্মদসহ অসংখ্য আলেম।

কাকরাইল মারকাজে পৌঁছেছেন মাওলানা সাদ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ