শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রাষ্ট্রপতির স্মৃতিচারণ শুনে কাঁদলেন স্ত্রী ও কন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এডভোকেট আব্দুল হামিদ।

রাষ্ট্রপতি তার বক্তব্যে কিছু পুরনো স্মৃতি উল্লেখ্য করে কথা বলেন। এসময় তার স্মৃতিচারণমূলক বক্তব্য শুনে সভাস্থলে উপস্থিত রাষ্ট্রপতির সহধর্মীনি রশীদা হামিদ ও তার কন্যাকে কাঁদতে দেখা যায়।

রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, কুষ্টিয়ার প্রতি আমার আলাদা আকর্ষণ রয়েছে। যার জন্য এখানে আমাকে আসতেই হয়েছে। ১৯৭৬ সালে আমি ময়মনসিংহে সাত মাস জেল খেটেছিলাম। এরপর আমাকে ট্রান্সফার করা হয় এ কুষ্টিয়ায় তে।

কুষ্টিয়াতে আমাকে চার মাসের কয়েকদিন বেশি সময় থাকতে হয়েছিল।

রাষ্ট্রপতি বলেন, আমার একমাত্র কন্যা সন্তানের নাম রেখেছি কুষ্টিয়ার পূর্ববর্তী নাম নদীয়ার নামানুসারে।

রাষ্ট্রপতি যখন কুষ্টিয়ার স্মৃতিচারণ করছিলেন তখন স্টেজের সামনেই বসে ছিলেন তার স্ত্রী ও কন্যা। এ সময় স্মৃতির ভিড়ে আবেগ আপ্লুত হয়ে তার স্ত্রীকে বারবার চোখ মুছতে দেখা গেছে।

এসএস/

 


সম্পর্কিত খবর