বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৮ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


উত্তরাখণ্ডের মাদরাসাগুলোতে মোদীর ছবি ঝুলানোর নির্দেশ : পরিচালকদের সাফ ‘না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
ভারতের সব প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ঝুলানোর বিষয় নিয়ে চলছে বিতর্ক৷ উত্তরাখণ্ড প্রদেশের মাদরাসাগুলোতেও গত কিছুদিন যাবৎ এই বিষয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে সীমাহীন৷

উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী রাজ্য ত্রিভিন্দর সিং গতকাল অনুষ্ঠিত এক সভায় বলেন, স্থানীয় সকল মাদরাসাতে বাধ্যতামূলকভাবে লাগাতে হবে প্রধানমন্ত্রীর ছবি৷ ছবি না লাগানো হলে বেআইনী সাব্যস্ত করে আইনের আওতায়ও নেয়া হতে পারে প্রতিষ্ঠানের পরিচালকদের৷

সূত্র মতে, তিনি তার এক বিবৃতিতে বলেন যে, " প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি লাগানোর বিষয়ে জারিকৃত প্রত্যাদেশ স্থানীয় মাদরাসাগুলোতেও মান্য করা জরুরি৷ মাদরাসা অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায়ই৷ তাই তারা এই নিয়মের উর্ধ্বে নয়।

উল্লেখ্য, উত্তর প্রদেশের যোগী সরকার ইতিমধ্যে মাদরাসার পাঠ্যক্রম ইত্যাদির পরিবর্তনের উপর একটি প্রত্যাদেশ জারি করে সর্বমহলে একটি ভীতিকর অবস্থা তৈরী করেছে।

উপরন্তু মাদরাসাগুলোকে রেজিস্ট্রি করা, সরকারী সহযোগিতা বন্ধ করে দেয়া ইত্যাদি বিষয়ে চাপ প্রয়োগ করে সরকারের আওতাভুক্ত করতে চেষ্টা করে যাচ্ছে শুরু থেকেই৷ তারই ধারাবাহিকতায় উত্তর প্রদেশ সংলগ্ন উত্তরখণ্ডের মাদরাসাগুলো নিয়েও শুরু হয়েছে তোলপাড়৷

অপর দিকে উত্তরখণ্ডের মাদরাসাগুলোর সকল পরিচালকগণ সম্মিলিতভাবে ঘোষণা করেছেন তারা কোনো ক্রমেই ইসলামী প্রতিষ্ঠানে নরেন্দ্র মোদীর ছবি লাগাবেন না৷ এতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে তারা পুরোদমে প্রস্তুত৷ তারা প্রশ্ন রেখে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কোনো একজন ব্যক্তি বিশেষের ছবি লাগানোর সম্পর্ক বা সূত্রটা কী? তা আমরা জানতে চাই৷

সাথে সাথে তারা উদ্বেগও প্রকাশ করেছেন, পুরো হিন্দুস্তানজুড়ে শুরু হয়েছে মুসলমানদের নিয়ে কঠিন ষড়যন্ত্র৷ তিন তালাক, হজ্ব, মাদরাসার পাঠ্যতালিকা পরিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে সরকার মহলের অপচেষ্টা চালু রয়েছে একের পর এক৷ তারই ধারাবাহিকতায় উত্তরখণ্ডেও মাদরাসাগুলোতেও শুরু হয়েছে ছবি লাগানোর তোড়জোড়৷ আল্লাহ মালুম কতদূর গিয়ে থামে তাদের এই অপচেষ্টা৷

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ