শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


৪ মাসে কিশোরগঞ্জের পাগলা মসজিদের আয় ১ কোটি ২৭ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার রেকর্ড পরিমাণ অর্থ এসেছে।  এবার ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪ শত ৭১ টাকা পাওয়া গেছে।

আজ শনিবার সকালে মসজিদের ৫টি দান বাক্স খোলা হয়।  ৯ ঘণ্টা গণনা শেষে বিকালে এই টাকার হিসাব পাওয়া যায়।

এবার নগদ অর্থ ছাড়াও অনেক স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে।

বরাবরের মতো মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের শিক্ষার্থীগণ অর্থ গণনা করে।

Image result for পাগলা মসজিদ কিশোরগঞ্জ

টাকা গণনার কাজ তদারকি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন, সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈবিদ, সিন্দুক খোলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আসাদউল্লাহ, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুসহ প্রশাসনের কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সার্বক্ষণিক দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারিগণ।

উল্লেখ্য, কিশোরগঞ্জের ঐতিহাসিক এ মসজিদের আয় দিয়ে পরিচালিত হয় মাদরাসা মসজিদ কমপ্লেক্স।  এছাড়াও কিছু অর্থ অন্যান্য ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে দেয়া হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ