শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


৬ দিন পর প্রধানমন্ত্রীর আশ্বাসে অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা ছয় দিন অনশনের পর অনশন প্রত্যাহার করে নিলেন নন-এমপিও শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এমপিওভুক্তির আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তা আশ্বাসের কথা শিক্ষকদের জানান। শিক্ষকরা ঘোষণা দিয়েছিলেন তারা প্রধানমন্ত্রীর আশ্বাস না পেলে অনশন ভাঙবেন না।

এমপিওভু্ক্তি (মাসিক সরকারি বেতন-ভাতা) গত ৩১ ডিসেম্বর আমরণ অনশনে যান নন-এমপিও শিক্ষকরা। অনশনে শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

এর আগে গত ২ জানুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রেসক্লাবে গিয়ে তাদের আশ্বাস দিলেও তারা তা মানেননি। মন্ত্রীকে তারা জানিয়ে দেন প্রধানমন্ত্রীর আশ্বাস পেলেই কেমন তারা অনশন ভঙ্গ করবেন।

শুক্রবার তারা প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে তার কৃতজ্ঞতা জানান এবং অনশন ভাঙ্গার ঘোষণা দেন।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ