বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: সম্ভাব্য ভোট ২৫ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।

ডিএনসিসি এবং আগামী মার্চে গাইবান্দা ও ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচন নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত বৈঠকে বসবে ইসি।

জানা যায়, ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যকতা থাকায় তার আগেই নির্বাচন করতে হবে।

সেক্ষেত্রে ২৫ ফেব্রুয়ারিকেই উপযুক্ত সময় মনে করছে ইসি। কারণ, ফেব্রুয়ারি মাস জুড়ে  এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময়ে হওয়ায় নির্বাচনের আগে কেন্দ্র প্রস্তুত জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন।

সেই হিসেবে ২৩ তারিখ শুক্রবার কেন্দ্র প্রস্তুতি এবং ২৪ তারিখ ব্যালট পেপার পেীঁছানোর কাজ সম্পন্ন করলেন ২৫ তারিখ নির্বাচন করা সম্ভব হবে।

বুধবার গণমাধ্যম কর্মীদের নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের কোন জটিলতা নেই। বৃহস্পতিবার বিকেল ৩ টায় ডিসিসি নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এদিন অনেক সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর ১ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ।

সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে।

মেয়র পদ শূন্য ঘোষণা করার গেজেট হাতে পাওয়ার পর নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি সচিবালয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ