শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


১৪ জানুয়ারি সৌদির সঙ্গে হজ চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ২০১৮ সালের হজের জন্য সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে ১৪ জানুয়ারি হজ চুক্তি অনুষ্ঠিত হবে। সৌদিতে এই চুক্তি অনুষ্ঠিত হবে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। এই চুক্তির সঙ্গে সংসদীয় কমিটিকেও সম্পৃক্ত করার সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হাবিবুর রহমান মোল্লা, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোঃ মকবুল হোসেন এবং মোহাম্মদ আমির হোসেন বৈঠকে অংশ নেন।

কমিটি চিহ্নিত প্রতারক হজ্জ এজেন্সিগুলো যাতে হাজি পাঠাতে করতে না পারে- তা নিশ্চিত করার সুপারিশ করে।


সম্পর্কিত খবর