বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মন্ত্রী সভায় ব্যাপক রদবদল; কে কোন মন্ত্রণালয় পেলেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরে এসে মন্ত্রী সভায় ব্যাপক রদবদল করা হলো।নতুন মন্ত্রীদের দফতর বন্টন করা হয়েছে আজ।

রদবদল হওয়াদের মধ্যে বিমান মন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নেয়া হয়েছে।

এদিকে নব নিযুক্ত এ কে এম শাহজাহান কামালকে বিমান মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জুকে দেয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। তিনি এর আগে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

মন্ত্রী পরিষদে নতুন যুক্ত হওয়া আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী করা হয়।

নারায়ণ চন্দ্রকে মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী, তারানা হালিমকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে থাকা নুরুজ্জামানকে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

মাদরাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে কাজী কেরামতকে।

পাকিস্তানের রহস্যময় নগরী, যেখানে মুসলিম প্রবেশ নিষিদ্ধ


সম্পর্কিত খবর