শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


২০১৭ তে গুম হয়েছে ৯১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৭ সালের আতঙ্ক ছিল নিখোঁজ বা গুম। বছরজুড়ে দেশে গুম হয়েছেন ৯১ জন। তার মধ্যে ৬৫জনের সন্ধান এখনও মেলেনি। বাকিদের রহস্যময় প্রত্যাবর্তন হয়েছে।

২০১৭ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক পরিসংখ্যানে আইন ও সালিশ কেন্দ্র (আসক) ৯১ জন গুমের তালিকা দিয়েছে।

বছরের শেষ দিন রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করে আসকের সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির। বলেন, ২০১৭ সালের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও গুপ্তহত্যার ঘটনার পাশাপাশি এ বছর বিভিন্ন পেশার মানুষের নিখোঁজ হওয়ার ক্ষেত্রে যুক্ত হয়েছে নতুন মাত্রা।

গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে আসক গুম, খুন, নিখোঁজের এই পরিসংখ্যান দিয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও গুপ্তহত্যার শিকার হন ৬০জন। এর মধ্যে দু’জনের লাশ উদ্ধার করা হয়, আটজনকে গ্রেফতার দেখানো হয়, পরিবারের কাছে ফেরত আসে সাতজন। বাকি ৪৩জনের খোঁজ মেলেনি এখনও।

এছাড়া ‘রহস্যজনক’ নিখোঁজের সংখ্যা আরো ৩১ বলে জানিয়েছে আসক। তাদের মধ্যে ৯জন ফেরত এলেও তাদের ছয়জনকে গ্রেফতার দেখিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, পরিবারে ফিরেছেন তিনজন।

ফিরে দেখা ২০১৭ : মুসলিম বিশ্বের আলোচিত ঘটনাগুলো


সম্পর্কিত খবর