বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


সৈয়দ রনো’র ৩টি কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোরস্থানের আন্দোলন

কবর আজ প্রতিবাদের নগর
কিংবা যুদ্ধের প্রান্তর।
মানবতার জয়গানে উজ্জীবিত পূর্ব পুরুষ
অবক্ষয়ের বিরুদ্ধে সোচ্চার।

তক্তপোষ আর রেহেলের ভাঁজে
রক্ষিত কোরআন অপবিত্রতা রুখতে
স্লোগানে স্লোগানে
আকাশে বাতাসে ভাসছে।

মুর্দাদের হাতে ন্যায়ের মশাল
মুখে কালামের বাণী
ফেরেস্তাদের সাধ্য কি মুর্দাদের রুখে
সবাই উপস্থিত জজবার আসরে।

বিদেহী আত্মাদের প্রতিবাদে
গদিনসিনদের টালমাটাল অবস্থা।

প্রকম্পিত রাজপথ
জ্বলছে নগর সভ্যতা
তজবির ঝন ঝন শব্দ
আর তেলাওয়াতের আসর থেকে
ভেসে আসছে
আতর লোবানের সুবাসিত ঘ্রাণ।

অতপর নীতি বিবর্জিত
অন্ধকারে নিমজ্জিত আত্মার কষ্টেরা
নিজেকে শুধরে নিতে
কালের লাগাম টেনে ধরতে
কেবল আকুতি জানায়
বশ্যতায় অবনত মস্তক।

মাটির শরীর

মাটি জানে কতোটুকু ব্যথায়
বুক ফেটে হয় চৌচির
রীতির দেরাজ ভেঙে
আকাশ কান্না করে
ভিজিয়ে দেয় বুক
কবিও জানে কতোটুকু স্বার্থকতায়
হয়ে ওঠা কবিতার চরণ
ছুঁয়ে যায় আঁকি-বুকি মন
আবার কখনো দিগন্ত ছোঁয়া মনোবলও
কবিতার সাবলীল চালে
ভেঙে-চুরে হতে পারে খান

কামুক পুরুষ আর ইলাবতী নারীর সম্মোহনে
জেগে উঠে কবিতার আবেগী শরীর
পৃথিবীর সব মায়া পিছে ফেলে
ছিন্নভিন্ন করে খসে পড়ে সুখ
বেহিসেবী কবি রাষ্ট্রের প্রসব বেদনায়
অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকে একা

কলস ভাঙা জলের কলঙ্ক
কাঁধে নিয়ে কবি ভাবে
আকাশের বেদনা ধোয়া জলেইতো
পোড়া মাটির অকাল গর্ভপাত
যেখানে পুষ্প-পল্লবে আনন্দিত হয় লোকালয়
কৌলিন্য বিসর্যনের পর
শক্ত মাটিও হয়ে যায় ননীর পুতুল

পাপ-পঙ্কিলতায় সুরম্য প্রাসাদে
জন্ম নেয়া ঘৃনিত নেতাও
কাণ্ডজ্ঞানহীনতায় হতে চায় কবি
না কখনোই হয়ে ওঠে না ওসব
রুখে দেয় শব্দকলির
ভাব ভাষা ছন্দ
অতীতের তাড়া খেয়ে
তসবি তাহলিলে
হতে চায় হুরপরী গেলমান
বেহেস্তের দূত
তখনও বৃষ্টির বর্ষনে
কান্নায় ক্ষত মাটির শরীর।

সাদা কালো ডট কম

মন ভালো নেই আজকে আমার
বৃদ্ধ যুবক জেলে কামার
মন ভালো নেই কারো
তুলসি তলায় জল ঢালে যে
মন ভালো নেই তারো।

মনের ঘরে আগুন দিয়ে
সব টুকু সুখ নিজেই নিয়ে
খেলছে খেলা বেশ
কোথায় গেলে বিচার পাব
জুলুম হবে শেষ।

মরিচ রসুন পিয়াচ আদার
দাম বাড়াতে বলছি ফাদার
ধানের বাজার গরম
গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে
পাচ্ছি বেজায় শরম।

ভিক্ষানীতির কর বসিয়ে
হাত পা বেধে সব খসিয়ে
দাদার পায়ে সালাম
উন্নয়নের খাতায় লেখা
ভ্রান্তনীতির কালাম।

নৈতিকতা পালিয়ে গেছে
সত্য ন্যয়ের যুদ্ধ শেষে
বিবেক পুড়া ছাই
বলিরপাঠা মানুষ হলো
এর চেয়ে দুখ নাই।

মন ভালো নেই আজকে আমার
হিরার চেয়ে মুল্য তামার
সত্য বলা মানা
বয়রা বোবার সুখের দিনে
আনন্দিত কানা।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ