বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


কাউখালীতে জেডিসি ও ইবতেদায়ী সমাপনীতে নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা শীর্ষে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাসরুল্লাহ নাঙ্গুলী: পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসা জেডিসি ও ইবতেদায়ীর ফলাফলে এবারও উপজেলায় প্রথম হয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

জেডিসি পরীক্ষায় শতভাগ পাশসহ ১টি A+, ১১ টি A, ১৩ টি বি ও ৩ টি সি পেয়ে উপজেলা কেন্দ্রে প্রথম হয়েছে। ইবতেদায়ী সমাপনীতে শতভাগ পাশ সহ বিগত পরীক্ষাগুলোতেও এ মাদরাসা উপজেলার শীর্ষে ছিল।

উল্লেখ্য, এ বছর কাউখালী উপজেলায় জেডিসিতে ১টি A+ পেয়েছে। উপজেলার সেই সৌভাগ্যবান A+ ধারী, নাঙ্গুলী মাদরাসার ছাত্র মো: অমিত হাসান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৬ এ  নাঙ্গুলী মাদরাসা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

এ ছাড়া ২০১৭ এ অত্র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও: আব্দুল মতিন সাহেব উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। মাদরাসার উত্তরোত্তর সাফল্যের জন্য অধ্যক্ষ সাহেব সকলের দোয়া চেয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ