শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


হাফিজ সাইদের মিছিলে ফিলিস্তিনের রাষ্ট্রদূত: তীব্র আপত্তি ভারতের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শুক্রবার সকালে পাকিস্তানের আলোচিত  হাফিজ সাইদের মিছিলে যোগ দিয়েছেন পাকিস্তানে ফিলিস্তিনের  রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলি। এই ঘটনা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত এ বিষয়ে ফিলিস্তিনের সঙ্গে কথা বলবে।’

গতকাল রাওয়ালপিণ্ডিতে দিফাহ-ই-পাকিস্তান কাউন্সিল এক মিছিলের আয়োজন করেছিল। মিছিলের প্রধান ছিল সাইদ। সেখানেই প্যালেস্তাইনের রাষ্ট্রদূতকে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সাংবাদিক ওমর কুরেশিও ট্যুইটারে সেই ছবি পোস্ট করেছেন।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত।ফিলিস্তিনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক বরাবরই ভাল।

কিন্তু তা সত্ত্বেও সাইদের মতো বিতর্কিত ব্যক্তির মিছিলে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের যোগ দেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ভারত।

এবিপি

এইচজে

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ