শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


নববর্ষের শুভেচ্ছা জানালেই ‘কান ধরে উঠবোস’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাত্র দুদিন পরেই ইংরেজি নববর্ষ। নববর্ষ সামনে রেখে তরুণ প্রজন্মের মধ্যে নানা আয়োজেন চোখে পড়ে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন আয়োজন গ্রহণযোগ্য নয়।

শুধু ইসলামি শরিয়ত অনুসারে নয়; বরং হিন্দু ধর্মমতেও তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ভারতের হিন্দু পুরোহিতগণ।

ধর্মমতের বিরোধী বলেই নতুন বছরের সব আয়োজন ঠেকানোর ঘোষণা দিয়েছে ভারতের তেলেঙ্গারাজ্যের এক পুরোহিত। তিনি ঘোষণা করেছেন, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেই কান ধরে উঠবোস করানো হবে।

তেলেঙ্গানা রাজ্যের চিলকুর বালাজি মন্দিরের প্রধান পুরোহিত সিএস রঙ্গরজন বলেছেন, ইংরেজি নববর্ষ পালন করা হিন্দু ধর্মবিরোধী। তাই তেলেঙ্গানাবাসীদের তেলেগু নববর্ষ পালনের জন্য আহবান জানিয়েছেন তিনি।

রঙ্গরজন বলেন, মন্দিরে একজন শিক্ষকের মতো আমি। ভক্তরা সবাই শিক্ষার্থী। কেউ আমাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালে আমার এই শাস্তি দেয়ার অধিকার আছে।

উগাদি (তেলেগু নববর্ষ) আমাদের নববর্ষ, পয়লা জানুয়ারি নয়। এই পুরোহিত আরও বলেন, ভারতীয়রা নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছে।

এর আগের বছরগুলোতেও এ ধরনের হুশিয়ারি দিয়েছিলেন রঙ্গরজন।

তবে শুধু রঙ্গরজনই নয়, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যেও মন্দিরে ইংরেজি নববর্ষ উদযাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে বলা হয়, নববর্ষ উপলক্ষে কোনোমতেই মন্দিরে সাজসজ্জা করা যাবে না।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ