শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ট্রাম্পের নামে রেলস্টেশনের নাম রাখবে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন
আন্তর্জাতিক ডেস্ক 
ইসরাইল ওয়েস্টার্ন ওয়ালের কাছে পরিকল্পনাধীন নতুন রেলস্টেশনের নামকরণ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুরে। খবর  সৌদি গেজেট - এর।
ইসরাইল সরকার তেলআবিব হতে জেরুজালেম পর্যন্ত দ্রুত গতি সম্পন্ন একটি রেল লাইনের প্রস্তাব পাশ করেছে। যেখানে ইহুদীরা উপাসনা করতে অনুমতি প্রাপ্ত সেখানে স্টেশনটি হবে। আর স্টেশনটির নাম রাখা হবে “ডোনাল্ড জন ট্রাম্প”।
ট্রাম্প যুগের পর যুগ ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরাইলের পক্ষ নিয়ে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে ইসরাইলের প্রশংসা কুড়াতে পারলেও সাড়া বিশ্বের ধিক্কার লাভ করছে।
ইসরাইল জেরুজালেমের পূর্ব অংশ দখল করে রেখেছে। এমনকি তারা ওয়েস্টার্ন ওয়ালও দখল করে রেখেছে। ইসরাইল মনে করে পুরো জেরুসালেম তাদের একার রাজধানী, আর ফিলিস্তিনিরা মনে করে পূর্ব জেরুসালেম তাদের রাজধানী। ওয়েস্টার্ন ওয়াল হচ্ছে মসজিদ আল আকসার ভিত্তি মূলের স্থান।
সূত্র: সৌদি গেজেট/আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ