শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দিয়ে ইরানি পার্লামেন্টে প্রস্তাব পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাশ করেছে ইরানের পার্লামেন্ট। প্রস্তাবে ইরান সরকারের প্রতি দ্রুততম সময়ে জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আহবান জানানো হয়েছে।

গতকাল বুধবার এ ইরানি পার্লামেন্টে এ বিষয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রশ্নে ২৯০জন আইনপ্রণেতার মধ্যে ২০৭ জন পক্ষে ভোট দিয়েছেন।

পার্লামেন্টে দেয়া ভাষণে স্পিকার আলি লারিজানি এই বিলকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : জেরুসালেম পোস্ট


সম্পর্কিত খবর