শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


যুদ্ধ বাধাতেই জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেছে ট্রাম্প: আলি লারিজানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুসালেম ঘোষণায় নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি।

তিনি বলেছেন, জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দেয়া যুদ্ধের কারণ হতে পারে। ট্রাম্পের ঘোষণার কারণে ইসরায়েলি আগ্রাসন আরও বেড়েছে।

রোববার দেশটির পার্লামেন্টে স্পিকার আলী লারিজানি বলেন, জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী ঘোষণায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আগ্রাসনকে উসকানি ও ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের সূত্রপাত করতে পারে।

তিনি বলেন, মানুষ নীরব থাকতে চায় না, সেখানে বিদ্রোহ শুরু হবে; যুদ্ধ শুরু হবে।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ারও ঘোষণা দেন তিনি।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ