শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


তিন তালাক বিল প্রত্যাহারে আবেদন জানাবে 'মুসলিম পার্সোনাল ল বোর্ড'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সুপ্রিম কোর্টের 'তিন তালাক সংক্রান্ত বিল' তুলে নেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানাবে 'অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড'।

‘অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড’ এর সদস্য সাজ্জদ নোমানি জানান, কেন্দ্র সরকার মুসলিমদের হাত থেকে বিচ্ছেদ সংক্রান্ত নিয়মের ক্ষমতা কেড়ে নিতে চাইছেন। তিনি বলেন, সংবিধানের রীতি মেনেই এই সমস্যার সমাধান করা যেতে পারে।

গত ১৫ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিন তালাক সংক্রান্ত একটি বিল পাস হয়। এই বিল অনুযায়ী তিন তালাককে ‘অবৈধ’ বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি তিন তালাক প্রথা নিয়ে একটি মামলায় ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ৬ মাসের মধ্যে এই বিষয়ে আইন করতেনির্দেশনা দেয়। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রথমিক পদক্ষেপ হিসেবে মন্ত্রীসভায় এ সংক্রান্ত বিলটি পাস হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ