বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

জাতিসংঘে জেরুসালেম ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে বিপক্ষে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের হুশিয়ারি সত্ত্বেও জাতিসংঘের সাধারণ পরিষদে জেরুসালেম ইস্যুতে একটি প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবার ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট ১২৮টি ও বিপক্ষে পড়ে মাত্র ৯টি ভোট।

৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে। আরব এবং মুসলিম দেশগুলোর অনুরোধে সাধারণ পরিষদের জরুরি অধিবেশন বসে। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ রয়েছে।

এর আগে সোমবার নিরাপত্তা পরিষদের (স্থায়ী-৫ ও অস্থায়ী-১০টি রাষ্ট্র) ভোটেও যুক্তরাষ্ট্র ছাড়া সবাই মিসরের জেরুসালেম প্রস্তাবের পক্ষে ভোট দেয়। গতকালের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেওয়ার নিন্দা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের স্বীকৃতি যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সাধারণ পরিষদের ভোটে তা প্রমাণিত হলো। প্রস্তাবে আরো উল্লেখ করা হয়েছে, ইসরাইল পূর্ব জেরুসালেম দখল করতে পারে না, সেখানে নিজেদের জনগণ নিয়ে আসতে পারে না বা বসতি গড়তে পারে না।

জাতিসংঘের এই প্রস্তাবে সদস্য রাষ্ট্রগুলোর যে যেদিকে ভোট দিয়েছে তার বিস্তারিত তুলে ধরা হলো।

প্রস্তাবের পক্ষে ভোট দেয়া ১২৮ দেশ হলো-
আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্ডোরা, অ্যাঙ্গোলা, আর্মেনিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, বার্বাডোজ, বেলারুশ, বেলজিয়াম, বেলিজ, বলিভিয়া, বতসোয়ানা, ব্রাজিল, ব্রুনেই, বুলগেরিয়া, বুরকিনা ফাসো, বুরুন্ডি, ক্যাপভার্দে, কম্বোডিয়া, সাঁদ, চিলি, চীন, কমরোস, কঙ্গো, কোস্টারিকা, আইভরিকোস্ট, কিউবা, সাইপ্রাস, উত্তর কোরিয়া, ডেনমার্ক, জিবুতি, ডোমিনিকা, ইকুয়েডর, মিশর, ইরিত্রিয়া, এস্তোনিয়া, ইথিওপিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, গ্যাবন, গাম্বিয়া, জার্মানি, ঘানা, গ্রিস, গ্রানাডা, গিনি, গায়ানা, আইসল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, লিচেনস্টেইন, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাদাগাস্কার, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মাল্টা, মৌরিতানিয়া, মরিশাস, মোনাকো, মন্টেনেগ্রো, মরক্কো, মোজাম্বিক, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নাইজার, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, পেরু, পর্তুগাল, কাতার, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সেইন্ট ভিসেন্ট এন্ড গ্রেনাডিনস, সৌদি আরব, সেনেগাল, সার্বিয়া, সিসিলি, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, শ্রীলঙ্কা, সুদান, সুরিনাম, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া,  তাজিকিস্তান, থাইল্যান্ড, যুগোস্লাভিয়া, তিউনিসিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, তাঞ্জানিয়া, উরুগুয়ে, উজবেকিস্তান, ভেনেজুয়েলা, ভিয়েতনাম, ইয়েমেন ও জিম্বাবুয়ে।

বিপক্ষে ভোটদাতা ৯টি দেশ হলো-
গুয়েতেমালা, হন্ডুরাস, ইসরাইল, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, টোগো ও যুক্তরাষ্ট্র।

ভোটদানে বিরত থাকা ৩৫টি দেশ হলো-
অ্যান্টিগুয়া-বার্মুডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামা, বেনিন, ভুটান, বসনিয়া-হার্জেগোভিনা, ক্যামেরুন, কানাডা, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডোমিনিকো প্রজাতন্ত্র, ইকুইটাল গায়ানা, ফিজি, হাইতি, হাঙ্গেরি, জ্যামাইকা, কিরিবাতি, লাটভিয়া, লেসেথো, মালি, মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, ফিলিপাইন, পোল্যান্ড, রোমানিয়া, রুয়ান্ডা, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ সুদান, ত্রিনিদাদ-টোবাগো, টুভালু, উগান্ডা ও ভানুয়াতু। সুত্র-আল জাজিরা।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ