শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


অর্থ দিয়ে তুরস্ককে কেনা যাবে না: যুক্তরাষ্ট্রের প্রতি এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিতব্য ভোটাভুটিতে আমেরিকার বিরুদ্ধে ভোট দিলে দেখে নেয়ার হুমকি প্রসঙ্গে পাল্টা হুশিয়ারি উচ্চারণ করেছে তরুস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এরদোগান বলেছেন, অর্থ দিয়ে তুরস্কের ভোট কেনা যাবে না। তিনি আরও বলেছেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোরও উচিৎ হবে না অর্থের বিনিময়ে এই প্রশ্নে তার সিদ্ধান্ত নির্ধারণ করা।

এরদোগান যুক্তরাষ্ট্রকে উচিৎ শিক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র জেরুসালেম ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর হেরে গিয়ে সাধারণ পরিষদে ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিলে দেখে নেয়ার হুমকি দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি।

ভোট দেয়ার আগে সতর্ক থাকতে সাধারণ পরিষদের সদস্য দেশগুলোকে চিঠি পাঠিয়ে এই হুমকি দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিক্কি হ্যালি।

এসএস/


সম্পর্কিত খবর