শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


শাহবাগে বাসে আগুন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার বেলা ১২টার দিকে মোহাম্মদপুর থেকে খিলগাঁওগামী মিডওয়ে পরিবহনের একটি বাসে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে  রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, বেলা ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে বাসে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাসটি মোহাম্মদ পুর থেকে কাঁটাবন হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। বাস থেকে ধুয়া বের হতে দেখে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাসেল শিকদার জানিয়েছেন, খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। প্রথমে একটি ইউনিট গেলেও পরে তিনটি ইউনিট যোগ হয়ে ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে বাসে আগুন লাগাকে কেন্দ্র করে কাঁটাবন, এলিফেন্ট রোড, শাহবাগ মোড়, মৎসভবন এলাকায় দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এইচেজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ