বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

ঢাকা শহরের ১০ অজানা তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কেউ বলেন আজব শহর, কেউ জাদুর শহর।

রাজধানী শহর ঢাকা আসলেই বৈচিত্র্যময় শহর।

বৈচিত্র্যময় এই শহর সম্পর্কে ১০টি অজানা তথ্য জানাচ্ছেন ঢাকা নিবাসী লেখক মো. মিকসেতু

১. যে শহরের ফুটপাত থেকে শুরু করে ফুটপাতের খাবারদাবার কোনো কিছুই ঢাকা থাকে না, তাকে ঢাকা শহর বলে।

২. পৃথিবীর সব শহরেই দূরত্বের একক ‘মিটার’ হলেও ঢাকা শহরে দূরত্বের একক ‘সময়’। কেউ যদি বলে, ‘ভাই, মিরপুর থেকে সদরঘাট কত দূর?’ উত্তর আসে, ‘এই তো, জ্যাম না থাকলে ঘণ্টাখানেক আর মোটামুটি জ্যাম থাকলে তিন ঘণ্টা।’

৩. পৃথিবীতে ঢাকাই একমাত্র শহর, যে শহরে একটা আস্ত ‘সংবর্ধনা রোড’ আছে। যে রোড ইচ্ছেমতো ব্লক করে যখন-তখন যাকে-তাকে সংবর্ধনা দেওয়া যায়। যদিও রোডটি আপাতত ‘এয়ারপোর্ট রোড’ নামে পরিচিত।

৪. সব শহরের মতো ঢাকা শহরের রাস্তায়ও ট্র্যাফিক লাইট আছে। তবে ঢাকা শহরের রাস্তার বিশেষত্ব হচ্ছে, ট্র্যাফিক লাইট থাকার পরও রাস্তায় সিগন্যাল দেওয়ার জন্য ট্র্যাফিক পুলিশ আছে।

৫. ঢাকার রাস্তায় সিগন্যাল লাইট ও ট্র্যাফিক পুলিশ আছে। তারপরও রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাটের দড়ি বেঁধে রেখে যানবাহন আটকে রাখতে হয়।

৬. ঢাকা শহরের লোকজন এক-দেড় লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলে মোটরসাইকেলের পাশাপাশি শহরের ফুটপাতও অলিখিতভাবে কিনে নেয়। ফলে নিজের কেনা ফুটপাত দিয়ে ইচ্ছেমতো মোটরসাইকেল চালায় তারা।

৭. ঢাকা শহরের যে জায়গাটা সব সময় গাড়ি-ঘোড়া, হকার এবং নানা ধরনের মানুষে ভরা থাকে, সেই জায়গাটার নাম ‘মহাখালী’।

৮. ‘ঢাকায় টাকা ওড়ে’—এমন গুজব শোনা গেলেও বাস্তবে ধুলাবালু ছাড়া আর কিছু উড়তে দেখা যায় না।

৯. ঢাকায় এক টাকায় এক গ্লাস খাওয়ার পানি পাওয়া যায়। আবার সেই পানি ছাড়তে গেলে পাঁচ টাকা লাগে!

১০. ঢাকা একমাত্র শহর, যেখানে দুই-আড়াই কোটি মানুষের পাশাপাশি ভূতও বাস করে। ভূতদের খাওয়াদাওয়ার জন্য তাদের নামে রেস্তোরাঁ এবং চলাফেরার জন্য তাদের নামে বিশেষ গলিও আছে। সূত্র: প্রথম আলো


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ