শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি; যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে আবু সালেক (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ৫৪ ধারায় ওই যুবককে গ্রেফতার করা হয়। আবু সালেক সরাইল উপজেলার ঘাগড়াদুর গ্রামের মৃত আবদুল হানিফের ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, ফেসবুকে আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করার ঘটনায় আবু সালেকের বিরুদ্ধে মাওলানা আতিক উল্লাহ্ নামে এক ব্যক্তি থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে দুুুপুরে আবু সালেককে গ্রেফতার করা হয়।

আবু সালেককে বিকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, আল্লামা শাহ আমদ শফীর একটি ছবিতে ব্যাঙ্গাত্মক উক্তি লিখে ফেসবুকে পোস্ট করেন আবু সালেক নামের ওই যুবক। পরে বিষয়টি আলেম-ওলামাদের নজরে আসলে তাদের পক্ষ থেকে সরাইল থানা পুলিশকে অবহিত করা হয়।

পুলিশ এ বিষয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করায় আলেমরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

‘রোহিঙ্গা সঙ্কট : সঙ্কটে বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা কাল

প্রধান বক্তা নিজেই দান করলেন ৫০ হাজার টাকা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ