বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আলেমদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেছেন, ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ওলামায়ে কেরামকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

আজ বিকালে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।

ঢাকা মহানগর জমিয়তের আহবায়ক মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজীর সভাপতিত্বে ও মুফতি জাকির হোসাইন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

বক্তব্য রাখেন, মুফতি রেজাউল করীম, মুফতি মাহবুবুর রহমান বিন্নুরী, মুফতি নাসির উদ্দিন, মাওলানা জুবায়ের আহমদ, মুফতি মাহমুদুল হাসান, মুফতি খুরশেদ আলম কাসেমী, মুফতি আবু সাঈদ প্রমুখ।

নেতারা বলেন, দেশ আজ কঠিন ষড়যন্ত্রের শিকার। ইসলাম ও মুসলিম বিদ্বেষী আন্তর্জাতিক চক্র এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের জন্য ষড়যন্ত্র করছে। দেশপ্রেমী ওলামায়ে কেরামকে জীবনের বিনিময় হলেও সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

নেতারf ৭১ এর মহান মুক্তিযোদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ