শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জেরুসালেম রক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে আরব মিডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

এবার জেরুসালেম রক্ষায় একজোট হচ্ছে আরব রেডিও স্টেশন ও টিভি চ্যানেলগুলো। আগামী রোববার তারা একযোগে প্রচার করবে জেরুসালেম সংক্রান্ত একটি অনুষ্ঠান।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুসালেম ঘোষণার প্রতিবাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ফিলিস্তিনের মিডিয়া অফিসার আহমদ আসসাফ বলেন, ‘এ আয়োজন ট্রাম্পের প্রতি এ বার্তা পৌঁছাবে যে তার সিদ্ধান্ত প্রত্যাখ্যাত।

ফিলিস্তিনি রেডিও স্টেশন ভয়েজ অব প্যালেস্টাইনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ঐক্য ইসরাইলের প্রতি এ বার্তা পৌঁছায় যে, জেরুসালেম ফিলিস্তিনের এবং আরব মুসলিমদের।

আরব মিডিয়ার সংহতি থেকে বোঝা যায়, জেরুসালেম রক্ষায় ফিলিস্তিনি জনগণ একা নয়।

তিনি বলেন, উল্লেখ্যযোগ্য সংখ্যক আরব রেডিও ও স্যালেলাইট চ্যানেল এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

বিশেষ এ অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে জেরুসালেম আমাদের ঐক্যবদ্ধ করেছে।

অনুষ্ঠানে আরব ও ফিলিস্তিনি অতিথিগণ আরব বিশ্ব ও মুসলমানের জন্য জেরুসালেমের গুরুত্ব সম্পর্কে
আলোচনা করবেন।

গতকালও একটি অনুষ্ঠান আরব মিডিয়ায় একযোগ প্রচারিত হয়। সেখানে দেখা যায়, একটি ফিলিস্তিনি পতাকা বেলুনে বেধে উড়িয়ে দেয়া হচ্ছে। তাতে লেখা ‘জেরুসালেম আমাদের ঐক্যবদ্ধ করেছে’।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ