শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


জমিয়ত হিন্দের আরেটি সাফল্য: মন্দিরে হামলার অপবাদে গ্রেপ্তারকৃত মুসলিমের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: নিউ দিল্লির বিখ্যাত আহমাদাবাদের আকসারধাম মন্দিরে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত মুসলিম যুবক মাওলানা আবদুর রশীদ আজমিরিকে জামিন দিয়েছে আহমেদাবাদ সেশন কোর্ট।

জমিয়ত উলামায়ে হিন্দ মহারাষ্ট্র শাখা’র লিগ্যাল এড কমিটির সভাপতি গুলজার আজমির কাছে প্রসাশন কতৃক উক্ত প্রজ্ঞাপনের নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে৷

তিনি জানান, জমিয়তে উলামায়ে হিন্দ একই মামলায় আরো একাধিক গ্রেফতারকৃত সন্দেহভাজনদের আইনি সহায়তা দিয়েছে৷ উপরন্তু সুপ্রিম কোর্টও তাদের বেকসুর খালাসের ফায়সালা দিয়েছে৷ যাদের মাঝে উল্লেখযোগ্য জমিয়তে উলামায়ে হিন্দ আহমাদাবাদের যিম্মাদার মুফতী আবদুল কাইয়ুমও আছেন৷

বিশেষ আদালতের বিচারক পি.ভি. দাউসির সম্মুখে গতকাল উক্ত মামলার শুনানি উঠে৷ তখন গ্রেপ্তারকৃত আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য জামিয়তে উলামায়ে হিন্দ কর্তৃক নিযুক্ত আইনজীবী ইলিয়াস খান আদালতে বলেন, আকসারধাম মন্দির হামলার দীর্ঘ ১৫ বছর পর এই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অথচ ইতোপূর্বেও সুপ্রীম কতৃক এই ফায়সালা হয়েছে, মুসলিমদের এই সন্ত্রাসী কর্মকাণে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি৷

এই ফায়সালা দেয়ার পরেও মাওলানা আবদুর রশিদ আজমিরিকে গ্রেফতার করায় উক্ত বিষয়টি ফের আলোচনায় তুলে আদালত।

জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানি বলেন, একই মামলায় আবদুর রশিদ আজমিরির ভাই আদম আজমিরিকেও গ্রেপ্তার করেছিল পুলিশ৷ কিন্তু জমিয়তে উলামায়ে হিন্দের প্রচেষ্টায় তাকে আদালত কতৃত নির্দোষ প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ৷

একে একে আমরা সবাইকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস সাব্যস্ত করব ইনশাআল্লাহ৷

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে বিস্তারিত বিবৃতি প্রদান করে গুলজার আজমি বলেন, আবদুর রশিদ আজমিরিকে ৪ নভেম্বর আহমেদাবাদ এয়ারপোর্টে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে গ্রেপ্তার করা হয়৷ এরপর পুলিশ কতৃক তাকে অভিযুক্ত করা হয় তিনি ২০০২ সালে আকসারধম মন্দিরের হামলা এবং হিযবুল্লাহ জঙ্গি টিমের সাথে জড়িত ছিলেন।

হঠাৎ করে আবদুল রশিদ অজমিরিকে গ্রেফতার করে সন্ত্রাসী হামলার অভিযোগ আবারও মুসলমানদের উপর চাপানো হচ্ছে৷ অথচ ভারতের সুপ্রিম কোর্ট ২০১৪ এর মে মাসে ছয় ছয়জন আসামিকে নির্দোষ সাব্যস্ত করে মুক্তি দিয়েছে এবং শুধু মুক্তিই দেয়নি বরং এই নির্দোষ মুসলমানদের উপর অপবাদ আরোপকারী পুলিশদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির আদেশ দিয়েছে৷

গুলজার আজমি বলেন, তিনি আশা করেন ওই মামলায় অন্যান্য নির্দোষ মুসলমানদের মতই আবদুর রশিদ অজমিরিও স্বসম্মানে মুক্তি পাবেন।

উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর ২০০২ তারিখে অকসারধাম মন্দিরে সন্ত্রাসী হামলার ঘটনায় ৩২ জন মানুষ নিহত এবং আরো ৮০ এর বেশি আহত হন। হামলার সময় অকসারধাম মন্দিরের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডার হামলাকারীদের আক্রমণ করে পরাস্ত করে দেয়।

এরপরই এর অভিযোগ জমিয়তে উলামায়ে হিন্দ আহমাদাবাদের যিম্মাদার মুফতি আবদুল কাইয়ুম, মির্যা নুর বেগ দেহলবি, মুফতি রেজওয়ান কাসেমি, মাওলানা সালমান হায়দারাবাদির উপর আরোপিত হয়৷

‘জমিয়ত ভাঙ্গার জন্য আমি দায়ি নই, পদত্যাগের প্রশ্নই আসে না’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ