শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আজান দিতে দিতে মারা গেলেন মোয়াজ্জিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনতাসির বিল্লাহ
আওয়ার ইসলাম

ঝিনাইদহের কালীগঞ্জে আজান দিতে দিতে মারা গেলেন আব্দুল মালেক বিশ্বাস (৬০) নামের এক মোয়াজ্জিন। (ইন্না লিল্লাহি..... রাজিউন)।

কালীগঞ্জ উপজেলার ৫ নং শিমলা রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে ফজরের ওয়াক্তের আজান দেয়ার সময় তিনি মারা যান। আব্দুল মালেক এই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে।

মোয়াজ্জিনের প্রতিবেশি মাহবুব জানান, প্রতিদিনের মতো রোববার ভোর ৫টার দিকে মালেক বিশ্বাস ফজরের আজান দিতে মসজিদে যান। এরপর আজান দেওয়া শুরু করেন। আজান অর্ধেক হওয়ার পর তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় মসজিদে নুর আলী নামের এক মুসল্লি উপস্থিত ছিলেন।

তিনি অসুস্থ মোয়াজ্জিনের সাথে কথা বলার চেষ্টা করলেও মোয়াজ্জিন কোন কথা বলতে পারেননি। পরে গ্রামের অন্য মুসল্লিরা মসজিদে এসে তাকে মৃত দেখতে পান। নিহত মোয়াজ্জিনের ২ ছেলে ও ৬ মেয়ে সন্তান রয়েছে। তার স্ত্রী ২ বছর আগে মারা গেছেন।

পাতবিলা গ্রামের ইউপি মেম্বার নাসির উদ্দীন জানান, প্রতিদিনের মতো রোববার ভোর ৫টার দিকে মালেক বিশ্বাস ফজরের আজান দিতে মসজিদে যান। এরপর আজান দেওয়া শুরু করেন।

আজান অর্ধেক হওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। এ সময় মসজিদে নুর আলী নামের এক মুসল্লি উপস্থিত ছিলেন। তিনি অসুস্থ্ মোয়াজ্জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা বলতে পারেননি। এর কিছুক্ষণ পর গ্রামের অন্য মুসল্লিরা মসজিদে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ঘটনার বর্ণনা দিয়ে জানান, এমন মৃত্যু সচরাচর দেখা যায় না। আরএম


সম্পর্কিত খবর