শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আজ রাজধানীর যেসব রোডে যানচলাচল করবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

এ আয়োজন নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচলে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, অনুষ্ঠান চলাকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় আমন্ত্রিত অতিথিবর্গের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সকল প্রকার যানবাহনকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

পরিহারযোগ্য সড়ক : খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

শ্যামলী শিশু মেলা ক্রসিং হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী পর্যন্ত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

বিজয় সরণী ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ/শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ হতে গণভবন স্কুল ক্রসিং হয়ে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ