শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সহনশীলতার পরিচয় দিয়ে দুই বছর আন্দোলন করিনি : মওদুদ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সহনশীলতার পরিচয় দিয়ে গত দুই বছর কোনো আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, দিন যতই নির্বাচনের দিকে এগিয়ে আসছে, ততই আন্দোলনের কোনো বিকল্প থাকছে না।

সাবেক আইনমন্ত্রী মওদুদ আরো বলেন, ‘কোনো স্বৈরাচারী সরকারের কাছ থেকে সাধারণত কোনো দাবি সমঝোতার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। তারপরও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, ২০ দলীয় জোট—আমরা সহনশীলতার পরিচয় দিয়ে গত দুই বছর কোনো আন্দোলনের কর্মসূচি দেয় নাই।’

অনুষ্ঠানে বিএনপি নেতারা আশঙ্কা করে বলেন, জোর করে নির্বাচন করতে খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের বন্দি করা হতে পারে।

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বিএনপি নেতারা অভিযোগ করেন, গণতন্ত্রের নামে দেশ স্বাধীন হলেও দেশে এখন গণতন্ত্র নেই, ৭১-এর মতোই অবস্থা বিরাজ করছে।

সামনের দিনের চরম অনিশ্চয়তা দূর করতে এখনই সংলাপের তাগাদা দিলেন বিএনপি নেতারা। তাঁরা বলেন, অন্যথায় কঠোর আন্দোলন করে একতরফা নির্বাচন ঠেকানো হবে। সুত্র: এনটিভি অনলাইন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ