শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ওআইসিকে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান: সিলেট ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জেরুসালেম ইস্যুতে সিলেট ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ ওআইসি-কে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণে আহবান জানিয়েছেন।

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে এবং প্রত্যাহারের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই আহ্বান জানান ।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপুর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ইয়াহুদীদের দালাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে বিশ্ব মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে।

ডোনাল্ড ট্রাম্প একজন মস্তিষ্ক বিকৃত লোক, তার অবৈধ ঘোষণার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে গর্জে উঠতে হবে, যতদিন পর্যন্ত ঘোষণা প্রত্যার করবেনা ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।

বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সকল ইয়াহুদী খৃষ্টানরা ঐক্যবদ্ধ।মুসলিম মিল্লাতের অনৈক্যের কারণে আজ ইসলামের অনন্য স্থাপনা মুসলমানদের প্রথম ক্বিবলা বাইতুল মুকাদ্দাস হুমকির সম্মুখীন।

ছাত্র জমিয়ত সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি আলহাজ¦ হাফিজ একরামুল আজিজ, মহানগর নেতা মাওলানা সৈয়দ মুতাহির আলী, আছাদুল উলুম মাদরাসা মুহতামিম মাওলানা আব্দুর রহিম, মাওলানা নাজমুল হোসেন, মাওলানা খায়রুজ্জামান, মহানগর ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মোঃ রেজাউল হক এলএলবি, ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক নুরুল আমিন প্রমুখ।

এসএস/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ