শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পা‌নি‌কে কি জল বলা যা‌বে না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ‌নে‌কে ব‌লেন থাকেন, জল হিন্দুয়ানি ভাষা। তাই পা‌নি‌কে জল বলা যা‌বে না। এ কারণে অনেক মুসলিম পানিকে জল বলেন না। আবার হিন্দুরা পানি উচ্চারণ করেন না। শরিয়তে এমন কোনো নিষেধাজ্ঞা কি রয়েছে যাতে পানিকে জল বলতে নিষেধ করা হয়েছে?

আসলে পানি উর্দু শব্দ। এটি মূলত সংস্কৃত শব্দ ‘পানীয়’ থেকে উৎপত্তি লাভ করেছে। আর জল বাংলা শব্দ। যদিও পানি শব্দটি এখন বাংলা শব্দ হিসেবেই প্রচলিত। বাংলা শব্দের অধিকাংশই এসেছে মূলত সংস্কৃত শব্দ থেকে।

যেহেতু উভয়টিই সংস্কৃত থেকে আসা শব্দ। কোনটিই ধর্মীয় পরিচয় প্রকাশক শব্দ নয়। কেবলি পানাহার যোগ্য একটি বস্তুর পরিচায়ক। তাই পানি ও জল উভয়টিই ব্যবহার করা যাবে। কোন একটিকে বিধর্মী শব্দ বলে পরিহার করার যৌক্তিকতা নেই।

উত্তর দিয়েছেন মাওলানা লুৎফর রহমান ফরায়েজী। পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

সূত্র: আহলে হক মিডিয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ