বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ঢাকা উত্তর সিটি নির্বাচনে আইনী জটিলতা নেই, তফসিল ঘোষণা আগামী সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন আয়োজন করতে কোনো আইনি জটিলতা নেই বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। তাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা তফসিল ঘোষণার যাবতীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সোমবার বিকালে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে এ নির্দেশ দেন।

ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন আয়োজনের চিঠিপত্র পেয়েছি। তথ্য-উপাত্তসহ নির্বাচন সংক্রান্ত ওয়ার্কিংপেপার প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন সিইসি।

গত ৪ ডিসেম্বর সদ্য প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের পদটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গেজেটে ১ ডিসেম্বর থেকেই মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে। আইনে আসন শূন্য হওয়ার নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এক্ষেত্রে ২৮ ফেব্রুয়ারি সময় পূর্ণ হবে।

গত ৩০ নভেম্বর রাতে আনিসুল হক লন্ডনে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

 


সম্পর্কিত খবর