শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ট্রাম্পের ঘোষণায় ইসরায়েলের পতন ঘণ্টা বেজে উঠেছে: সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের বিদ্রোহী সংগঠন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ট্রাম্পের ঘোষণায় ইসরায়েলের পতন ঘণ্টা বেজে উঠেছে। ট্রাম্পের ওই সিদ্ধান্তে ইহুদিবাদী ইসরাইলের চূড়ান্ত পতনের সূচনা হয়েছে।

তিনি বলেন, ট্রাম্প ভেবেছিল জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিলে সারা বিশ্ব তার পাশে এসে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা হলো- বিশ্বব্যাপী সংঘটিত প্রতিবাদ বিক্ষোভের ঘটনায় ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছে। ট্রাম্পের ওই সিদ্ধান্তকে ইহুদিবাদী ইসরাইলের চূড়ান্ত পতনের সূচনা।

সোমবার লেবাননে এক বিক্ষোভ সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানকালে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন।

বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক লাখ মানুষ জেরুজালেম রক্ষার পক্ষে প্রতিবাদ-বিক্ষোভ করে। মিছিলকারীরা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেয় এবং নিন্দা ও ক্ষোভের বাণীবাহী বিচিত্র প্ল্যাকার্ড বহন করে। তারা জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী বলেও দাবি করে।

হিজবুল্লাহ মহাসচিব লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে সংঘটিত সাম্প্রতিক বিক্ষাভে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে যেতে হবে’।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ