শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

আফরাজুলের পরিবারের পাশে দাঁড়ালো জমিয়ত উলামায়ে হিন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজস্থানে লাভ জিহাদের নাম দিয়ে মালদার বাসিন্দা আফরাজুলকে কুপিয়ে পুড়িয়ে খুন করার তীব্র নিন্দা জানিয়ে আফরাজুলের পরিবারের পাশে দাড়ালো জমিয়ত উলামায়ে হিন্দ।

আসাম রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি তথা সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের সভাপতি মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী'র উদ্যোগে জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এক লক্ষ টাকা দেওয়া হবে যা আফরাজুলের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এনিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামার সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, এ ঘটনা অত্যন্ত অমানবিক ও বর্বরোচিত। দেশের ধর্মনিরপেক্ষতা,আইনের শাসন ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। এই ন্যক্কারজনক কাণ্ডের তীব্র নিন্দা জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিদ্দিকুল্লা চৌধুরী।

পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামার সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রাজস্থান নিবাসী আফরাজুলের ভাগ্নে মুশারফফের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। এ ঘটনা আন্তঃরাজ্য সম্পর্কের উপর কুপ্রভাব ফেলতে পারে বলে তিনি আশংকা ব্যক্ত করেন। তিনি জমিয়ত কর্মীদের উদ্দেশ্যে বলেন শান্তি সম্প্রীতির বাতাবরণ গড়ে তুলতে আপনারা যে ভূমিকা পালন করেছিলেন তাতে আরও গতি সঞ্চারিত করতে হবে। যে কোনো মূল্যে জাতীয় সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখতে হবে।

রাজস্থান জমিয়ত উলামার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ খত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন। ওখানে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় সেবিষয়ে রাজস্থানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারা বৈঠক করতে চলেছেন। রাজস্থান জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহদ খত্রী সাহেব এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিল্লির কেন্দ্রীয় জমিয়তের কাছে পাঠিয়েছেন।

উল্লেখ্য শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের পরামর্শক্রমে মালদা জেলা জমিয়ত উলামার সম্পাদক হাফিজ নজরুল ইসলামের নেতৃত্বে এক প্রতিনিধি দল আফরাজুলের বাড়িতে গিয়ে নিহতের পরিবারের সংগে সাক্ষাৎ করেন।

জমিয়ত উলামায়ে হিন্দের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী সিদ্ধান্ত নিয়েছেন যে এই অবর্ণনীয় অত্যাচারের বিরুদ্ধে আইনি লড়াই জমিয়ত উলামায়ে হিন্দ লড়বে। এ বিষয়ে তারা রাজস্থান রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দ,পশ্চিমবঙ্গ রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দ ও মালদা জেলা জমিয়তের নেতৃত্বের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছেন।

সুত্র: অনলাইন মুর্শিদাবাদ

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ