রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :

ধুমপান ছাড়াবে নতুন এই লাইটার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ : অনেকদিন ধরেই সিগারেট ছাড়তে চাইছেন? অথচ কিছুতেই পেরে উঠছেন না। অনেকবার ছেড়েছেন কিন্তু সপ্তাহ যেতে না যেতেই আবার সিগারেট ধরেছেন। সিগারেট ধরা যতটা সহজ, ছাড়া ঠিক ততটাই কঠিন। তবে যদি সত্যিই সিগারেট ছাড়তে চান, তাহলে আপনাকে সাহায্য করতে পারে এই লাইটার।

আমরা জানি,  ধূমপান ছাড়ার জন্য নানা পদ্ধতি আবিষ্কার হয়েছে ৷ কেউ সিগারেটের নেশা তাড়ানোর জন্য চিউয়িং গাং ব্যবহার করছেন তো, কেউ আবার সিগারেট ছাড়ার জন্য মেডিটেশন থেকে শুরু নানা ওষুধপত্র ৷ তবে এবার বাজারে এসেছেঅভিনব এই লাইটার যা কিনা ধূমপান করতে করতেই ধূমপান ছাড়তে সাহায্য করবে !

অভিনব এই লাইটার ধুমপায়ী ব্যক্তিকে প্রতিঘণ্টার আপডেট দেবে। অর্থাৎ আপনি দিনে কটা সিগারেট খাচ্ছেন, একটা সিগারেটের পিছনে আপনি কতটা সময় দিচ্ছেন, এমনকী, কতটা বিরতি নিচ্ছেন সিগারেট খাওয়ার মাঝখানে তার সব তথ্যই উঠে আসবে এই লাইটারে ৷

চার্জের সাহায্যেই চলবে এই লাইটার ৷ একবার চার্জ দিলে অন্ততপক্ষে চারদিন কাজ করবে লাইটার ৷ তবে ভারতীয় বাজারে আসতে দেরি হলেও, মার্কিন বাজারে ছেয়ে গিয়েছে এই লাইটার ৷ মার্কিন মুদ্রায় এই লাইটারের দাম ১৪ ডলার ৷

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ