শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে নামাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হোয়াইট হাউজের সামনে নামাজ আদায় করে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী করার অভিনব প্রতিবাদ জানিয়েছেন দেশটির হাজারও মুসলিম। এসময় তাদের গায়ে ছিল ফিলিস্তিনের পতাকামোড়ানো বিশেষ পোশাক।

হোয়াইট হাউজের পাশে একটি পার্কে মুসলিমরা শুক্রবার জুমার নামাজ আদায় করেন। এ সময় তাদের হাতে প্রতিবাদমূলক বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে প্রায় প্রতিটি দেশেই প্রতিবাদ ও বিক্ষোভ অ্যাহত রয়েছে।

নামাজে অংশ নেয়া কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার)-এর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, জেরুসালেম ও ফিলিস্তিনের এক টুকরো মাটিরও মালিক নন ট্রাম্প। তিনি ট্রাম্প টাওয়ারের মালিক। তিনি চাইলে সেটা তুলে দিতে পারেন ইসরাইলের হাতে। তিনি যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মের উগ্রপন্থাকে ছড়িয়ে দিচ্ছেন।

তিনি ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান এবং বিদেশি শক্তিকে প্রাধান্য দেওয়া থেকে বিরত থাকতে বলেন।

জেরুসালেম ঘোষণা ভীমরতিগ্রস্ত বৃদ্ধ ট্রাম্পের কুকর্ম : উ. কোরিয়া


সম্পর্কিত খবর