সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

মাদ্রাসা শিক্ষায় সংস্কার আনতে হবে: পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের মাদরাসা শিক্ষাব্যবস্থায় সংস্কার আনার আহ্বান জানিয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, ধর্মীয় শিক্ষা দেয়ার স্কুল হিসেবে মাদ্রাসাগুলো নিজেদের কার্যকারিতা হারিয়েছে।দেশটিতে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন আনা জরুরি বলেও তিনি মনে করেন।

তিনি আরো বলেন, এসব মাদ্রাসার জন্য মানসম্মত আধুনিক শিক্ষা কারিকুলাম প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের পেশোয়ার শহরে তরুণদের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

পাক সেনাপ্রধান বলেন, “মাদরাসা সম্পর্কে প্রচলিত যে ধারণা রয়েছে তা বদলে দিতে হবে। আমরা তাদেরকে আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা দিতে চাই।” তিনি বলেন, “আমি মাদরাসার বিরোধী নই কিন্তু আমাদের স্বীকার করতে হবে যে, আমরা মাদরাসার গুণগত মান হারিয়েছি।”

পাকিস্তানে সরকারি নথিভুক্ত প্রায় ২,০০০ মাদরাসা রয়েছে। কিন্তু সরকারি তালিকার বাইরে এর চেয়ে আরো অনেক বেশি মাদরাসা রয়েছে বলে ধারনা করা হয়। পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোতে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দেয়া ও সন্ত্রাসী হামলায় পাঠানোর পেছনে দেশটির কোনো কোনো মাদরাসা সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে মাদরাসার শিক্ষার্থীরা সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ার কারণে পাকিস্তানে বেশ কিছু মাদরাসা বন্ধ করে দেয়া হয়েছে। তবে জনরোষ ফুঁসে ওঠার ভয়ে মাদরাসাগুলোর বিরুদ্ধে ব্যাপকহারে পদক্ষেপ নিচ্ছে না ইসলামাবাদ সরকার। সূত্র : ডন নিউজ উর্দু


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ