বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :

মাদক বিরোধী আন্দোলন করায় পুলিশের উপস্থিতিতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে মাদকের বিরোধিতা করায় স্থানীয় মাদকবিরোধী আন্দোলনের মূলনেতা আব্দুল আজিজ নামক এক ব্যক্তিকে পুলিশের উপস্থিতিতে মাদক ব্যবসায়ী কর্তৃক কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খিলগাঁওয়ের সি-ব্লকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আব্দুল আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশ সদস্যদের উপস্থিতে আজিজকে ৬/৭ জন মাদক ব্যবসায়ী আব্দুল আজিজকে কুপিয়েছে। কিন্তু পুলিশ কোনো ভূমিকা নেননি।

উল্লেখ্য, গত চার মাস যাবত খিলগাঁও এলাকার ৫৭টি মাদক স্পট উচ্ছেদের দাবিতে আব্দুল আজিজের নেতৃত্বে মাদক বিরোধী সভা-সমাবেশ, র‌্যালি, মানববন্ধন চলছিল।

অভিযোগ পাওয়া গেছে সেখানে মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে পুলিশ মাদক বিরোধীদের মামলা দিয়ে তাড়িয়ে বেড়ায়, আজিজসহ কয়েকজনকে গ্রেফতার করে জেলেও পায়েছিলো। জামিনে বেরিয়ে আসতেই তার উপর এই হমলার ঘটনা ঘটে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ