বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


কাল থেকে শুরু হচ্ছে কক্সবাজার জেলা ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ,  ইশতিয়াক সিদ্দিকী
কক্সবাজার থেকে

তাবলীগ জামাতের আয়োজনে পর্যটন নগরী কক্সবাজারের শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা । আগামী বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়ে ৯ ডিসেম্বর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এই ইজতিমা।

এবার কক্সবাজার সমূদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্টে ইজতেমা উপলক্ষে সব ধরণের প্রস্তুতি চলছে পুরোদমে। এ উপলক্ষ্যে ইজতেমা ময়দান পরিদর্শন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

তাবলীগ জামাতের সাথীরা বলেন, প্রত্যেক বছর দেশের ৬৪ জেলার মানুষ বিশ্ব ইজতেমা পালন করতে ঢাকায় যান। বর্তমানে বিশ্ব ইজতেমাকে দুই ভাগে ভাগ করে দেয়া হয়েছে। বিশ্ব ইজতেমায় ৩২ জেলার মানুষ ২ পর্বে অংশ গ্রহণ করবেন এবং বাকি ৩২ জেলার মানুষ নিজ নিজ জেলায় ইজতেমা করার অনুমতি দিয়েছেন মুরব্বিরা। তারই অংশ হিসেবে সীমান্তবর্তী জেলা কক্সবাজারে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে জিম্মাদারগণ। বিভিন্ন এলাকা থেকে দলে দলে জিকিরে জিকিরে মুসল্লিগণ অাসতে শুরু করেছেন বলে জানিয়েছেন জিম্মাদার সাথী জাফর আলম।

তিনি বলেন,  তাবলীগের জেলা ইজতেমাগুলোতে দেশী -বিদেশী মেহমানদের গুরুত্বপূর্ণ বয়ানে অাগত মুসল্লিরা খুঁজে পাবে সঠিক পথের দিশা, মুরব্বিদের বয়ানে যোগাবে অাত্মার প্রশান্তি এমন উদ্দেশ্যকে সামনে রেখে জেলাভিত্তিক তাবলীগী ইজতিমার এই আয়োজন।

এদিকে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন জানান, আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে যে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিয়মিত টহল দিবে পুলিশ সদস্য ও গোয়েন্দারা ৷

আরএম

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ