শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আল্লামা মোস্তফা আজাদকে দেখতে হাসপাতালে গেলেন আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি ও  মুক্তিযোদ্ধা আল্লামা মোস্তফা আজাদ অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ভারতের জমিয়ত নেতা  আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী আজ বেলা ১২টার সময় আল্লামা মোস্তফা আজাদকে দেখতে ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে যান। 

জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরবাদের ভাইস প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

এসময় তিনি আল্লামা মোস্তফা আজাদ সাহেবের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেন।

জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরবাদের ভাইস প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া এসময় আরশাদ মাদানীর সাথে ছিলেন। 

প্রসঙ্গত,  দীর্ঘদিন ধরেই তিনি ডায়বেটিস, প্রেসার ও কিডনিসহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। রাজধানীর  একটি হাসাপাতালে নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়।

আল্লাম মাওলানা মোস্তফা আজাদ একজন বিজ্ঞ মুফাসসিরে কুরআন ও দক্ষ মুহতামিম। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধেও অংশ নেন৷ মুজাহিদে মিল্লাত মাওলানা শামছুদ্দীন কাসেমী রহ. এর ইন্তেকালের পর ১৯৯৬ থেকে আজ পর্যন্ত জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন।

আারএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ