সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সৌদির ইতিহাস ও সভ্যতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এফিলিয়েট অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ সৌদির ফান্ডে গঠিতব্য সাইন্টিফিক চেয়ারস ৩য় ফোরাম আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির রিপোর্টে জানা যায়, ফোরামটি অনুষ্ঠিত হবে আরব উপত্যকার ইতিহাস এবং সভ্যতার উপর। ফোরামটির সহযোগিতায় থাকবে রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটির (কেএসইউ) এফিলিয়েট কিং সালমান সেন্টার।

কিং সালমান সেন্টারের তত্ত্বাবধায়ক ড. আব্দুল্লাহ বিন নাসির আল সিবাঈ বলেন, ফোরামটি আয়োজন করার জন্য তার সংগঠন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে চিঠি পেয়েছে।

তিনি বলেন, প্রস্তাবটি এসেছে কেএসইউ কর্তৃক ২২ চেয়ার বিশিষ্ট পূর্বের ফোরামটি আয়োজন করার পর যেখানে আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট জনগণ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, এটি কেএসইউ এর বৈজ্ঞানিক অবস্থানেরও স্বীকৃতি দেয়, পৃথিবীর বৈজ্ঞানিক সুপ্ত প্রতিভাবানদের সাথে অভিজ্ঞতা শেয়ার করায়।

আল সিবাঈ উল্লেখ করেন, এই বৈজ্ঞানিক ফোরাম আয়োজনের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুরোধের কারণে কেএসইউ কর্তৃক আয়োজিত প্রথম ও দ্বিতীয় সভায় বিজ্ঞানীদের মনোযোগের বিষয়টি ফুটে উঠেছে। সাথে সাথে এটি স্বীকৃতি দেয়- রাষ্ট্র বিজ্ঞানীদের সুপ্ত প্রতীভার সমর্থন করে তারা যেখানেই থাকুক না কেন।

ইসলামি ও পাশ্চাত্য শিক্ষার মধ্যে বোঝাপড়া করতে সভায় বসার জন্য ১৯৮৫ সালে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ প্রতিষ্ঠা করা হয়। স্কলারশীপের মাধ্যমে আরো ভালোভাবে ইসলামের বিষয়ে জানতে ও বুঝতে পারে সে জন্য বিভিন্ন দেশ থেকে ছাত্র নেয়া হয়।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ