শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ব্যাংকিং খাতের সব তথ্য এখন এক অ্যাপে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

ব্যাংকিং খাতের সব তথ্য এখন এক অ্যাপে পাওয়া যাবে। ‘ব্যাংকিং তথ্যকণিকা’ এ অ্যাপের মাধ্যমে ব্যাংকের এটিএম বুথ, শাখার ভৌগোলিক অবস্থান ও সেবাসহ বিভিন্ন তথ্য জানা যাবে।

ব্যাংকিং খাতের  কার্যক্রম সম্পর্কিত তথ্যভিত্তিক অ্যানড্রয়েড প্ল্যাটফর্মে ব্যবহার্য মোবাইল অ্যাপটি চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

গুগল প্লে স্টোরে ‘ব্যাংকিং তথ্যকনিকা’ নামের অ্যাপসটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।

গভর্নর ফজলে কবির গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক অনুষ্ঠানে এই মোবাইল অ্যাপের উদ্বোধন করেন।

নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, নির্বাহী পরিচালকরাসহ কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিস্টেমস ম্যানেজার দেবদুলাল রায় অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই মোবাইল অ্যাপের মাধ্যমে জনগণ সহজেই যেকোনো ব্যাংকের এটিএম বুথ, শাখার অবস্থান ও সেবা সম্পর্কিত তথ্যের পাশাপাশি প্রাইজ বন্ডের ফলাফল, আসল ব্যাংক নোট চেনার উপায়, সঞ্চয়পত্রের ফরম, ইনভেস্টমেন্ট বন্ড, বৈদেশিক মুদ্রা বিনিময় বা লেনদেন, পেমেন্ট সিস্টেম এবং সিআইবিবিষয়ক তথ্য পাওয়া যাবে।

এ ছাড়া এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত তথ্যও মিলবে নতুন এই অ্যাপে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ