রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :

উবার-পাঠাওয়ে নীতিমালা চায় সিএনজি অটোরিকশা নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অ্যাপসভিত্তিক পরিবহন সেবা উবার, পাঠাও সহ অন্য যান বন্ধ না করে নীতিমালা দাবি করেছেন সিএনজি অটোরিকশার শ্রমিক নেতারা।পাশাপাশি নীতিমালার মাধ্যমে সিএনজি অটোরিকশাকে অ্যাপসের আওতায় আনারও দাবি করেন তারা।

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ ও ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন পরিষদের নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

বুধবার ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব সাখাওয়াত হোসেন জানান, আমরা আগে উবার-পাঠাও বন্ধের দাবি করেছিলাম। কিন্তু অ্যাপস দুইটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অ্যাপসগুলোর কোন নীতিমালা নেই। তাদের নীতিমালার সাথে অটোরিকশারও একটি নীতিমালা করে অ্যাপসের আওতায় আনা দরকার।

তিনি আরো বলেন, উবার, পাঠাও অ্যাপসের মতো আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান আসছে। জানতে পেরেছি প্রতিষ্ঠানগুলো শুরুতে স্বল্প খরচে যোগাযোগ সুবিধা দিবে, কিন্তু নীতিমালা না থাকলে তারা পরে পকেট কাটলে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কঠিন হয়ে পড়বে।

এদিকে গেল সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এক স্মারকলিপিতে ১২টি প্রস্তাব দেন ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ